তোমার দেওয়া আঘাতে আঘাতে
আমার শরীর ও মন ক্ষত বিক্ষত হয়ে যায়
তবুও  তোমার অপেক্ষায়...

সকাল হয়, সূর্য ওঠে আবারও সন্ধ্যা নামে,
রাত হয় ক্রমশ গভীর
তখনও তোমার জন্য বসে ঘুমহীন চোখে
শুধু অপত্য স্নেহের মোহে...

তোমার শব্দ বাণ, বাক্যবাণ
আমার হৃদয় ছিঁড়ে দেয়
তবুও স্বার্থপর নই বলে
অদৃশ্য আগুনে তিলে তিলে
নি:শ্বেসে পুড়ে যাই

তোমার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি
এইভাবে   স্মৃতির অন্তরালে থেকে যায়।