আবোল তাবোল খামখেয়ালি
লিখছি ছড়া লিখছি খালি
হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেতে
লিখছি আমি দিনে রাতে
কোনটা মিষ্টি কোনটা ঝাল
কোনটা বা টক কোনটা ভাল
কোন ছড়াটায় পাবে হাসি
কোনটা পড়লে উঠবে কাশি
কোন ছড়াটা পড়লে হয়
রাত্রি বেলায় ভূতের ভয় !
কোনটা পড়লে জ্বলবে গাত্র
হুলুস্থুল রক্ত নেত্র !
কোন ছড়াটা দিলেই পাতে
আসবে না ঘুম সেদিন রাতে!
বুঝি না কিছু, লিখছি তাও
একটুও যদি আনন্দ পাও
তাতেই হব ভীষণ খুশি
তাইতো লিখতে ভালবাসি ।
পদ্য আমার জীবন ভরে
পদ্য লিখছি সবার তরে
ভাল থাকো তোমরা সবাই
পড়ছ যারা কুর্নিশ যানাই।