জানলাম আজ আমি তোমার সকাশে,
আর তুমি থাকবে না আর আমার  পাশে।
কথা দিয়ে তুমি চলে গেলে দূরে,
আজ আমার  হৃদয়ে বাজে বিষাদের সুরে।

ভেবেছিলাম তুমি বেঁধেদেবে আমার পরিবার
সে সাধ হলো না পূর্ণ--করে দিলে পর।
ঘর আছে তুমি নেই,কিবা তার দাম,
আমার হৃদয় চিরে দেখবে আমার নাম


কার সাথে দিন রাত কাটাও যে তুমি
অভিনয়ে জব্দ করে সে আমি জানি
নানান কৌশলে ভুলিয়ে রাখে তোমায়
আজ আমি বড্ড একা লাগে অসহায়।

অভিনয় শুনে তুমি মুগ্ধ হও তুমি
স্বার্থপর মানুষ  সে যে সবাই মানি
রাত দিন তবু থাকি তোমার আশায়
ঘুমহীন চোখে থাকি ফোনের আশায়

অভিনেতা  বড় সে মিথ্যে গানে গানে
আমাকে কাঁদিয়ে তুমি সুখের পানে
অভিনয় করে তুমি ঠকিয়ে যে গেলে
স্মৃতিটুকু শুধু মাত্র রেখে গেলে ফেলে।