একটু সুখ,একটু স্নেহ আর
বাবা ও মায়ের ভালবাসার স্বপ্ন দেখতে দেখতে
হঠাৎ ঘুম গেল ভেঙে


এখন শীতের মধ্যরাত
বাবা-মা'র ফটোর নীচে চোখের জলে ভাসি

শুধু সেই একচিমটে স্নেহ ও ভালোবাসার জন্য
ছোটাছুটি করছে জীবন

সকাল হয়,দুপুর ভাঙে,সন্ধ্যা অন্ধকারের সুর তোলে
অথচ আবারও রাতে সেই স্বপ্ন...