শূন্যতার ক্যানভাসে তোমার পূর্ণতা
উড়ো ধূলো বালির আড়ালে
চেয়ে আছে সে দিনের নগ্নতা
নির্মমতা ধরে ঘৃণার সমান্তরালে।
নির্বাক চলচ্চিত্রে দু" ফোঁটা চোখের জল
ঠোঁটের ওঠা নামায় অস্পষ্ট আকুতি
তোমার পৃথিবী দেখলো অবিকল
যেন সলতে পোড়া বাতি...
হৃদপিণ্ড ছেঁড়া নিঃশ্বাস ধোঁয়া হয়ে
স্মৃতির ক্যানভাসে আটকে গেছে
অন্যের দেওয়া কলঙ্ক নিয়ে
তোমার গভীর বিশ্বাসের নীচে।
সাগর নদীর জল মোহনায় মেশে
অনেক পরে অনেক সয়ে
আবার যদি জন্ম নাও মানুষ বেশে
ঠাঁই দিও তোমারই হৃদয়ে।
---০0০---