আবার দেখা হবে এই বিশ্বাস আছে মনের
মনের ধর্ম বুকে নিয়ে শপথ রেখেছি অক্ষরে
যতই যন্ত্রণা দাও মনের গভীরে
কখনো যাবো না আমি তোমাকে ছেড়ে

স্নেহের বর্ণে তোমাকে শ্রদ্ধা করবো
পিতার ধর্মে তোমাকে আষ্টেপৃষ্টে রাখবো
আমি তো জানি
পিতা ও পুত্র
উত্তাপের ঘরে কত
শ্রদ্ধা ও স্নেহ

এ কথা লেখা হয়ে আছে
পিতা ও পুত্রের গ্রাম ও শহরে।