আমার সাথে লেগোনি
খাইয়ে দেব বেগুনী
আমার সাথে লাগ,
আসবে তেড়ে বাঘ!

আমার মাথা নিরেট ?
পাঠিয়ে দেব মিরেট,
আমি হদ্দ বোকা ?
খাইয়ে দেব ধোঁকা ।

আমি আস্ত পাগল ?
আসবে তেড়ে ছাগল,
আমি গোবেচারা !
বলছে শুনি কারা ?

আমি আবোল তাবোল
লিখছি ছড়া কেবল ?
পড়ছে যারা, তারা
হেসেই হচ্ছে সারা ?

আমার মাথায় পোকা ?
যাচ্ছে না তাই রোখা
লিখতে যাচ্ছেতাই,
সবাই হাসছে তাই !