ডুবে গেল, যেখানে নদীর স্রোত অবসরে।
সন্ধের প্রণাম আঁকা সূর্যবেলা।
সেই জলে ডুবে গেল।
ঝাঁক বাঁধা ডুব।


হয়ত ভুলেই গেছে সেইসব উড়ালের জ্বর। অনেক অনেক দূরে সে নীল ভাসান আপাতত ছন্নছাড়া পরিচয়। অচেনা অজানা এক বাঁচা।ডানায় তেমন আন্দোলন নেই।নিমিত্ত নিয়তি নিয়ে সকাল  বিকাল
কেটে যাচ্ছে।

এ কেমন পাখির যাপন।কোনওক্রমে আলোর আরোগ্য খুঁটে খাওয়া।সকলের দু'টো পাখা।জীবন ও মৃত্যু পাল্টাপাল্টি  করে পরিযায়ী আয়ু।এ কোন পাখালি।