সারাদিন কোলাহল মেপে
রাতের নির্জনতা সমুদ্র সৈকতে
তুমি ধীর পায়ে হেঁটে চলছ
লাইট পোষ্টের সঙ্গম স্পর্শ নিয়ে
রাতের চাঁদ টিপটিপ করে
রঙিন আলোর জাদুতে
তোমার মনে বিষাদের ছায়া পড়ে
সন্দেহ নাটকের দৃশ্য
দেখতে দেখতে ঘোর হয়ে আসে
চতুর্দশীর সেই রাত
যে রাতে তুমি আবারও ধর্ষিত হলে...