অথচ তুমি আজ আমাকে চিনলে না
অসহায় শরীর নিয়ে
আমি আস্তে আস্তে সরে গেলাম
দূরে বহুদূরে
শুধু তোমার মুখের ভাষায় বুঝিয়ে দিয়েছে
আমি তোমার কাছে করুণার পাত্র মাত্র
কিন্তু তুমি কত যতনে
হাসিভরা মুখে হাতে হাত ধরে
নিয়ে যাচ্ছ কত শ্রী তে
আমি ভগ্নহৃদয়ে দূরে দাঁড়িয়ে
দু-হাত ভরে শ্রদ্ধা নিবেদন করি
তোমার প্রিয়তমার চরণে...