আবেগের পাল তুলে
নানান রঙের আবির মাখো
মুখ ও মুখোশে

সারাদিন ক্লান্তিতেও
তোমার প্রেরণার অপেক্ষা
তুমি সন্ধ্যা হতেই ছুটে বেড়ালে
অন্যের কামনার শিকার হতে

তবুও অর্ধেক রাত কেটে যায়  
শুধু তোমার  একটা
শুভেচ্ছার জন্য