মনের মধ্যে বেদনার ছায়া
যেখানে দৃশ্যের কর দৃশ্য জুড়ে
চোখ ও মন একাকার
অথচ দিনের শুরুতে স্নেহ ও ভালোবাসা
অভাবের ঝুলিতে
তবুও প্রশ্ন জাগে ফোনের পর ফোন
দিন ও রাত শরীর ঘিরে
কেউ যেন তোমাকে ডুবিয়ে রাখে
অতি প্রিয়জন সেখানে নিষেধের থালায়
আবদ্ধ থেকে
কষ্ট আঁকা কোলাজে
দিন ভেঙে রাতের বিছানায় খেলা করে