তুমি আমাকে শিখিয়ে ছিলে
তোমার দেওয়া বিদ্যা
তুমি আমাকে পাশে থাকার
অঙ্গিরার করেছিলে
আমি অকপটে তোমার ছায়াসঙ্গী হলাম
তুমি সহজে বদলে গেলে
তোমার শেখানো বিদ্যাকে আস্বীকার করলে
আমার উপর মিথ্যা দোষের বোঝা চাপিয়ে
নিজের মনে ঘৃণা করতে শুরু করলে
আমি আশ্চর্যভাবে একবার তোমার চোখের দিকে
একবার তোমার মুখের দিকে তাকাই
তোমার চোখে দেখি মায়া বৃষ্টি ঝরছে
তোমার মুখে দেখি স্নেহের স্বাদ
অথচ সারা মনে তোমার দ্বিধা ও ভয়
একলা কুয়াশা মাখা সকালে বসে
২রা নভেম্বর ও তুমি...