সন্ধ্যা ফিরতেই তুমি রাতের জন্য ব্যস্ত হয়ে উঠলে
তোমার বন্ধুর শরীরের জন্য
অথচ যাকে তুমি স্নেহ ভরে আদর করবে বলেছিলে
তা মুহূর্তেই ভুলে গেলে বন্ধু কাছে আসতেই
যে ছেলেটা তোমার জন্য শ্রদ্ধার্ঘ্য সাজিয়ে রাখে
প্রতিদিন প্রতিরাতে
তাকে তুমি নিজের করে নিয়েও
বন্ধু এলে কত রাত ছুঁড়ে দাও
তেমনই ২৮শে সেপ্টেম্বরের রাতেও
তুমি তাকে ভাষার সাগরে ডুবিয়ে
ডুবে গেলে বন্ধুর কামনায়...