তোমার বিচিত্রমুখী মুখোশের ভেতর
এতো মিথ্যের বসবাস
২৬শে মার্চের সারাদিন তুমি
অন্যের আনন্দে
নিজেকে ডুবিয়ে দিয়ে
সারাদিন সমুদ্র সৈকতে সৈকতে
খুশির বিহারে
আমি শুধু অপেক্ষায় অনাহারে থেকে
তোমার এই দৃশ্য দেখতে দেখতে
গোধূলির আলোয় আমি
নিজেকে হারিয়ে দিয়ে
অন্যের মিথ্যা মুখোশের ছায়ায়
তুমি প্রত্যক্ষ করেছিলে...