সকালের আবছ আবছা আলোয়
তুমি যখন খোকা বলে
বুকের আলে টেনে নিলে
ঠিক তখনই এক পৃথিবী আলো
তোমার স্নেহ ঘিরে
পিতৃত্বের স্নেহ দীর্ঘ উপেক্ষার পর
আজ আমার শরীরে
বাবার স্নেহ খেলা করে
সারা সমুদ্র সৈকত জুড়ে
সারাদিন জুড়ে তোমার মনে
আজ যেন আমি উজ্জ্বল উপস্থিতি...