সকালের আলো তখন ঠিক ফোটেনি
তুমি তখনও ব্যস্ত থেকে ব্যস্ততম
আমার সাথে ফোনে কথা বলার সময় নেই, ভাষা নেই
কয়েকটি মিথ্যেবাক্য সহজে বলা ছাড়া
অথচ সকাল ভেঙে দুপুর, দুপুর ভেঙে সন্ধ্যা
বন্ধুর চোখে রেখে ঠোঁটে ঠোঁট রেখে কথা বলে যাও
আমি স্তম্ভিত হয়ে হয়ে
সারাদিন শুধু অপেক্ষায় আটকে থাকলাম
হঠাৎ সন্ধ্যা পর রাত এলে বুঝতে পারি
দীঘার সমুদ্র সৈকতে বসে কামনার ঘোরে
আনন্দ ও সোহাগে সারারাত খেলে গেলে
শুধু আমি ঘুমহীন চোখে সারারাত জেগে... কখন যে ভোর হয়ে যায়।