সকালের পাশে রেখে
বিকল্প মনের কথা বলেছিলে
একটু বেলা গড়তেই  
সহসা বদলে গেল ভাবনা
যা সচরাচর একা থাকলে দেখা যায় না

সকাল ভেঙে দুপুর আসে
নিজস্ব চেতনাগুলো অন্যের কাহিনির অংশ হলে
অথচ সারাদুপুর  আমার শরীরে অনাহারে
রোদ ছোঁয়াচ্ছিল

বিকেলের গোধুলিতে আবারও পরিবর্তন
অন্যের সুখ ঘুরে আসে তোমার কাছে
ব্যস্ততা বাড়তে থাকে
দুর্বার গতিতে তার পেছনে পেছনে

সন্ধ্যা নামলে আশ্রু পুড়ে যায়
ঘনঘোর ভাষার ঝড়ে

রাত নামে...
অথচ তোমার অপেক্ষায়  
রাত যাপনে বন্দী আমি...