স্মৃতির চোখে আজ চোখ রাখলাম
যে চোখে বাঁচার আনন্দ পেয়েছিলাম
সেদিন ছিল আমার প্রথম কর্মজন্ম
আকাশের ভেতর যেন হেঁটে চলেছি
অনুকূল ও প্রতিকূল পরিবেশে
আজ বড্ড অসহায় মনে হয়
চোখের জলে সারাদিন কেটে যায়
বৃষ্টি মাখা মেঘলা দিনে
সেই পরিচিত মুখ
আজ যেন আমাকে সহসা বোবা করে দেয়
অপূর্ব এক আনন্দ উৎসবে।