তোমার মিথ্যে ভ্রমণের নাটক
একটা প্রকাশকে কত সহজেই নষ্ট করে দিল
যেখানে তোমার সম্মান জড়িত
তাকে তুমি নির্দিধায় পায়ে মাড়িয়ে
চলে গেলে দূরে অনেক দূরে
আর আমি তোমার অপেক্ষায়
কয়েকটি প্রহর কাটিয়ে
সারাদিন তোমাকে খবর জানাতে গিয়ে
বারবার অপমানিত হই তোমার কাছে।