২০২৩ শেষের রাত। চারিদিকে উজ্জ্বল আলোয়
ঝুলে আছে তামাটে চাঁদের গোটা মুখ
নিচে অসংখ্য প্রবাহিত জীবন জুড়ে
দাঁড়িয়ে সমুদ্র সৈকত দীঘা
চাঁদ জানে রূপকথার গল্প
জ্যোৎস্নামথিত রাত
কেবল সমস্ত দিনের আনন্দ কথা সারা হলে
বাবা তার ছেলেকে ঘুম করায়। প্রতিদিন
তখন গোটা চাঁদ এসে দাঁড়ায় সূর্য নিকটে
১লা জানুয়ারি ভোর হলে
বাবা ছেলেকে আদর করে সৈকত জুড়ে
শীতের কুয়াশা মাখা সূর্যের আলোয়
বাবা - ছেলের ভালোবাসার সাক্ষী
গোটা দীঘা সমুদ্র শহর।