তোমাকে দেখেছি সকাল সকাল আমার ঘরে
তোমাকে দেখেছি কাঁথি রাস্তার অলি গলিতে
তোমাকে দেখেছি দীঘার সৈকতে
এখন এই রাতে তোমাকে দেখতে চাইলে
পূর্ণ জ্যোৎস্নার ভিতরে অর্ধেক কোলাজে
দাঁড়িয়ে দেখি তোমায়
যত রাত বাড়ে তুমি সমুদ্র সৈকত জুড়ে
কারোর ফোনে ব্যস্ত হয়ে পড়ো
সে দৃশ্য দেখে যাই ঘোরতর নেশা
তবুও সারারাত পায়ের কাছে বসে
তোমার মুখ ও মুখোশ দেখে যাই..