সারারাত তোমার অপেক্ষায় থেকে
ভোরের কুয়াশামাখা সকালে
ক্লান্ত ঘুমহীন চোখে
হেঁটে যাই
চারদিক সাদা কুয়াশা উড়ন্ত ধোঁয়ার মতো
আমাকে ঘিরে রাখে পাক কুণ্ডলীতে
তোমার সত্যনিষ্ঠ কল্পনায় খুঁজে পেতে
ভোরের কুয়াশার অন্ধকারে একটা জীবন চলে যায়
তবুও তুমি অন্যের প্রয়োজনে
শ্রদ্ধার দাগ মুছে অন্ধ অনুসরণ করে যাও
তবুও একমুহূর্তেও
আমার খোঁজ নিলে না....