যে দিনের জন্য আমি এক বছর অপেক্ষায়
থাকতে গিয়ে ঘুম,খাওয়া - নাওয়া ছেড়ে দিয়ে ছিলাম
শুধু এইটির অপেক্ষায়...
এর মাঝে কতদিন ধরে পরিশ্রম করেছি
তার বিনিময়ে এক আকাশ ভালোবাসা পেয়েছি
যেখানে এক সাগর কান্না
অবহেলা ও যন্ত্রণার ছবি আঁকতে গিয়ে
তোমার চোখে একাকিত্বতার আহ্বানে সাড়া দিয়েছিলাম
তবুও তুমি কত অবহেলা ও তাচ্ছিল্যের আমোদে করুণার পাত্র গড়ে তোল
আমি ঠিক এই দিনটির অপেক্ষায় ছিলাম
যে দিন তুমি আমাকে স্নেহের ভিক্ষা দেবে বলেছিলে
আজ সেইদিন...
দাও এই ভিক্ষাটুকু।