খুব ইচ্ছে করেছিল
তোমার কাছে ছুটে যাই
বারবার তোমার কাছে অপমানিত হলেও
তোমার পিতৃ স্নেহের টানে ছুটে যাই
কখনো কখনো তুমি দূর দূর করে তাড়িয়ে দাও
আমি চেয়ে দেখি শ্রদ্ধার চোখে
তবুও আমি তোমার চোখে ঘৃণ্য
আমি অসহায় ভাবে
ফিরে যাই
অন্ধকার করে সারা শরীর ঘিরে ধরে
আমার শরীরে উপেক্ষার দাগ
সারারাত কেটে যায়
তোমার অপমানের কথা ভাবতে ভাবতে
বাবা বাবা বলে জেগে উঠি...