অবহেলা  ও উপেক্ষা কতখানি দিতে পারো
তা দিনের শুরু থেকে রাত অবধি বুঝতে পারি
তোমার  শুনতে  ভালো লাগে  মিথ্যা অভিনয়
সত্যিকে স্বীকার করতে ভীষণ ভীষণ ভয় পাও
আসলে রোজ রোজ যার প্ররোচনায় ক্রমশ
আমাকে  সেইভাবে দেখো
তবুও তোমাকে একটু দেখবো বলে
সারা সন্ধ্যাজুড়ে বসে আছি
ফাঁকা রাস্তার ধারে
মনে পড়ছে  অন্ধকারে অতীত স্মৃতি
যতটুকু অবহেলা  দিন দিন করো
তার চেয়ে বেশি অবহেলা আজ দিলে
তুমি নিজের খেয়ালে

বহুদূর থেকে ফিরে যাচ্ছি
ব্যর্থতার গ্লানি নিয়ে
তোমার দেওয়া  ক্ষত  নিয়ে
আমার প্রতিমুহূর্তে ভুল এই ভুল নিয়ে
রাত বাড়লেই দূরে বহুদূরে চলে যাচ্ছি...