সকালের রোদ এসে পড়েনি তখন
তুমি আমাকে জাগিয়ে দিলে
তোমার অনাবিল স্নেহে
অথচ হঠাৎ করে পরিবর্তন হলে
সেলিব্রিটি বন্ধুর আগমনে
যে তোমাকে নিরিবিলি সঙ সাজিয়ে রেখেছে
যার জন্য তুমি তার ব্যস্ততা দেখাও
তার কথায় কথা সাজিয়ে
তুমি আমার কাছে কৌশলে
মিথ্যা উপহার দাও
দুপুর ভেঙে বিকেল নামে
গোধুলি আলোয় তুমি
মেতে উঠেছো যাত্রাপথে
কয়েক সেকেন্ড সময় নেই
আমার সাথে কথা বলা
বারবার ভাবনাগুলো পরিবর্তন হয়
অন্যের প্রয়োজনে
সন্ধ্যা, রাত নামে
তবুও সময় আমার জন্য
আমি অপেক্ষায় বসে থাকি
সহজ মনে...
তোমার জটিল মনে
ভাবনাগুলো অনুর্বর
তাই সারারাত জেগে থাকি
তোমার অপেক্ষায়...