সকালের সময়টা বেশ উজ্জ্বল আলোয়
আমাকে পরখ করেছিল
আমার সমস্তটুকু নিবিড় ভাবে দেখেছিল
হঠাৎ সকাল ভেঙে যখন দুপুর এলো
তখন আলোটা আমার গায়ে লেগে ফ্যাকাসে হতে লাগলো
আমি উপলব্ধি করলাম মুহূর্তটুকু আমার জন্য নয়
সহসা বিকেল ভেঙে ভেঙে সন্ধ্যা হলে
আমার খারাপ সময় উপস্থিত হতে থাকে
সন্ধ্যার চাঁদও আমার চোখে চোখ রেখে হাসতে থাকে
একটু একটু আমার চোখের থেকে চাঁদ সরে যায়
আমার বিপদের মুহূর্তটুকু ভাগ করে নিই
আমি ও আমার আত্মা।