অগ্নি আমার স্কুলে, ক্রিকেট, ভোটের বাক্সে, মানচিত্রে।
আমি ভীত, ব্যাক-ডেটেড, উলঙ্গ, বিস্মিত জাতির বন্ধুত্বে!
আকাশে আমার শকুনের মহড়া, সীমান্ত ঘেরা রাক্ষসের প্রহরা।
নজরুল হয়ে করবোনা ভুল, আজ ভিনদেশী কুকুরে স্বদেশ ঘেরা!
আজ অগ্নিদগ্ধ জাতির বিবেক, মায়ের সবুজ শাড়ির আঁচল
বাকরুদ্ধ শোকাহত মায়ের, অদৃশ্য-বাস্পায়িত চোখের জল।
যোদ্ধা আমি পারবো না হতে, স্বপ্ন-গাঁথার তিতুমির, আসাদ!
প্রতিবাদী আমি হবো না কভু, কারাবাসি আজ যত প্রতিবাদ।
বিজ্ঞের চোখে অপরাধী হবো, বীরের চোখে হবো অধম,
ইতিহাস ওরে করবেনা ক্ষমা। ক্ষমা করে দিও হে প্রিয়তম।
হবো না আমি অস্ত্রধারী জঙ্গি, খমতাবান রাষ্ট্রপতি। বা চেয়ারম্যান
শীতার্তের বস্ত্র হতে, নিরক্ষরের স্বাক্ষরেতে হবোই হবো কমনম্যান
বিন্দু জড়ায়ে সিন্ধু গড়তে, - ছুটব আমি আঁধার রাতে
আলোর ক্ষীণ মশাল খানা, দিয়ে যাবো তোদের হাতে।
অহংকারী হবো না কভু, হৃদয় গহীনে রাখবো ভয়
জাগ্রত তরুণ আমি নিভৃতে করব আঁধার জয়।
চিওড়া, চৌদ্দগ্রাম
২৬ জানুয়ারি, ২০১৪