এমন তো কথা ছিলো না!
আগুন এখনো পোড়ে-জ্বালায়।
বইছে বাতাস, পানি ভাসায়-ডুবায়।
আকাশটা কাক শকুনের দখলে,
ওরা ঠিকই ধর্ম মেনে পাখা মেলে।
সবই মানছে নিয়ম। তবে, এমন কি হলো!
হঠাৎ, পতিতার কেন গরম ভাতে চলছে না!
ফিরনি-আতপ-পোলাও, সাথে কতকি বায়না!
ভিখারি কি তবে ভুলেছে রীতি?
ভিখের সাথে চাই প্রেম-পিরিতি!
ডাকাতের একি অদ্ভুত স্পর্ধা!
সর্বস্ব লুটে নিয়ে, মাগে শ্রদ্ধা!
ভক্তেরা বুঝি সব -বদলেছে মন্দির?
স্রোতে ভেসে, খাদেম -সেজেছে পীর!
সকলে হঠাৎ আজই বদলালো রুচি!
তবে কি, গচ্চায় গেলো সব পাঠ্যসূচি!
খামোখা যত্তসব আদবের পাঠ শিখলাম,
সভ্যতার নাটকের তালে খুব করে নাচলাম।
প্লেটো, কনফুসিয়াস আমি পারবো না হতে,
পারবো না রাতের সাথে পরকীয়ায় জড়াতে।
এক মূল্যহীন সিকি হলাম, চক্রান্তের বাজারের,
পারিনি হতে আলোর সেনানি, হইনি আঁধারের।
অগ্নিকুণ্ডের শিয়রে এক নির্জীব,অক্ষম।
নাই পুণ্য, নাই ধৈর্য -কোথা পাই রহম?
হায়! একি, একি তবে স্রষ্টার প্রবঞ্চনা?
নাহ! এমন তো কথা ছিলো না!
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৭