চতুর্দিকে শোর উঠেছে, এবার মহা দাঙ্গা হবে,
ঘৃণার খাপে লুকিয়ে রাখা, সব তলোয়ার নাঙ্গা হবে।
আহার ক্ষুদায় কাঁপছে প্রজা, বিশ্ব কাঁপে জ্বরে
পাপী রাজার পাশার দানে -নিস্পাপেরা মরে ।
দিল্লী তে যেই খিল্লি হলো, বাদ কি যাবে ঢাকা?
বাদ যাবে না কোন শিশু, রইবে না কেও বোকা।
চালাক দিলো, দিল এ তালা - তালাক, নীতির কথায়,
'বোকার স্বর্গ' গায়েব, শুধুই - থাকবে বইয়ের পাতায়।

নেতার, পিতার, সব বিধাতার, ঘর যত সব ভাঙ্গা হবে।
নানান মতের রক্ত স্রোতে, মাঠ-ঘাট-হাট, গঙ্গা হবে।
পুড়বে শহর, মরবে মানুষ- করবে বুঝি শোক?
জানো আগে কই সে শহর, কোন সে দলের লোক!  
যাচাই করো বাছাই করো, লাশ পুঁতে কি পোড়ে?
ভুলের চোটে নাচবে দেখো, ভাইয়ের কাঁচা গোরে!  
যদি দ্যাখো লাশ সে দলের, ঘর পুড়েছে তাদের,
দাঁত কেলিয়ে সেলফি তোল, ঠিক- আমাদের কাদের।    
  
জগত জুড়ে সুর জুড়েছে- মস্ত বিরাট দাঙ্গা হবে।
রাম, রহিমের রক্তে রঙ্গিন -সাত সমুদ্র রাঙ্গা হবে।
থামছে জীবন, পুড়ছে এখন- ডেকে ধর্মের নাম,
পরের জঙ্গ এ জানবে জাতি- জাতের কতো দাম।
জাতের লড়াই, মতের লড়াই, লড়াই যত খোদার।
নিয়ম করে তারাই মরে, -জীবন যাদের ক্ষুধার।
কোন দলে তে নাম লিখাবে, কে হতে চাও নেতা,
আগে তোমার ধর্ম বলো, জন্ম তোমার কোথা?
ধর্মে জ্বলে চর্ম যাদের- জাতের ভীষণ বড়াই,
মিত্র সকল শত্রু হলেও- জিততে হবে লড়াই।

প্রতি দেয়ালে প্রতিধ্বনিত, প্রস্তুত হও -পাঙ্গা হবে,
মনের বনে পালিয়ে বেড়ানো, সব পশুরা চাঙ্গা হবে।
মহান নেতা'র করতে স্মরণ, বলতে তাঁকে শোকর
চতুর কুকুর ডাক দিয়েছে পাশের দেশের শুকর
ধর্ম দেয়ালে, ধ্বংস খেয়ালে লিখলি যুদ্ধ বানী
কে ডাকে রে মানুষ তোরে - হে বিদঘুটে প্রাণী!
রক্ত হোলির ভক্ত যে আজ, রক্তে যাদের সুখ,
শোকের হাটে কাল বিকোবে- তাদের মায়ের বুক।

প্রতি শিরোনামে, খবরের নামে, এক বারতা -দাঙ্গা হবে।
বে-রস কাগজে অলস মগজে, ধর্ষণ! -সতী সংজ্ঞা হবে।
কাঁদলে ইঁদুর, পাদলে বিড়াল, কাটলে কতো জাবর!
পাশের দেশে মরলে মানুষ, শুন্য! কেন খবর?
থুতুর দলা ভীতুর তরে, অনেক অধিক ধিক!
রইলো না আর মানুষ যারা হইতে সাংবাদিক।
বিষ্ঠা খেয়ে নষ্ট যারা, স্পষ্ট তাদের রূপ-
কর্ম চেপে, ধর্ম মেপে-  দুষ্টু সুশীল চুপ!

নয় বেশিদিন আসবে সুদিন, আঁধার কাটার -দাঙ্গা হবে।
বাজবে বাঁশি ভালোবাসার, ঘৃণার বাজারে মঙ্গা হবে।
মিলবে অবুঝ গড়তে সবুজ, বাঁচতে দুধে ভাতে-
জুটবে না আর হালুয়া রুটি, পাতি নেতার পাতে।
নগ্ন হবে মুখোশ চোরের, ভগ্ন খোরের নেশা,
যত দুর্বল হবে এক দল- পাল্টে দিবে পাশা।  
ধর্ম-বর্ণ-গোত্র মাপার, পুড়ে ফেলো, -সব ফিতা।
এক সুতোতে গাঁথা সবে মোরা -এক আদি মাতাপিতা।

মানুষ মানুষে রক্ত খেলায় জিতেছিলো কে, কবে?
তুমি, আমি মিলে আমরা হলেই, আমাদের জয় হবে।