আমার নির্ঘুম রাতের অতন্দ্র প্রহরী
তোমার কোমল মায়ায় আমায় ডানপিটে করেছিলে,
স্বেচ্ছাচারী হয়ে দিনরাত তোমার কোলে সাঁতার কেটেছি
তুচ্ছ করে সকল বাঁধা।
আমার অব্যক্ত প্রেমেসমুহের একমাত্র সাক্ষী,
অঙ্কুরে বিনষ্ট হওয়া প্রথম প্রেমের কষ্ট ভুলেছি
তোমার বুকে মাথা রেখে।
জীবন নাটকে আমার বিবিধ চরিত্রের রুপকার,
নির্দ্বিধায় সব চরিত্রকে রুপদান করেছো
তোমারই মঞ্চে।
আজকে তোমার কথা খুব বেশী মনে পরছে
বারবার তোমার কোলে ছুটে যেতে ইচ্ছে করছে
আমার চিরন্তন ভালোবাসা,
আমার চিওড়া।
ঢাকা, ২৩ অক্টোবর ২০১৩