নাইরে তোদের ছাড়, ভাঙ্গবো তোদের হাড়
কথায় কথায় বলিস যারা, আমায় স্বৈরাচার

গরিব যত চাষাভুষা, — ঝগড়া করিস যেচে
ভাবটা যেন দেশটা আমি, আজি দিলাম বেচে

বেচে দিলেও কার কি তাতে, খাইনা কারোর খাবার
উল্টো আমি খাওয়াই পরাই, দেশটা আমার বাবার  

ভাতের সাথে ঘি চাই আবার, হরেক রকম দাবী
তামশা করিস দেবর সেজে, আমায় ভেবে ভাবী!

লোটা, কোটা থাকবে সবই, চলবে আমার মতে
এত্তো সাহস কোথায় পেলি? নামতে গেলি পথে

কোন জেলাতে নামলি পথে, ঢাকা নাকি সিলেট?
দাবী ছাড়াই পাবি সবাই,— দেশের টাকার বুলেট

কত্তো সাহস! এসব কি কস? কোটার আগে মেধা
বুশ সাদ্দাম কইরে আমার, — ধইরে ওদের প্যাদা

ক্যাম্পাসে বা প্যাম্পাসে হোক, কররে গুলি ঝাঁকে
ছেলের মতন জেলে ভরে, — করবি গায়েব মাকে

প্রতিবাদের গতিরোধে, -খুলবি হোটেল ডিবির
হিন্দু-মুসলিম, মিয়া-বিবি, বলবি সবাই শিবির

বাদ দিবি না জোয়ান বুড়া, বাদ যাবে না শিশু
আমার ডরে এদেশ করে, ভাতের পাতে হিসু

ভাবিসনা রে রক্ত নিয়ে, রাখবি কোথায় লাশ?  
আত্মা বেচা প্রেতাত্মা সব,—আমার কৃতদাস

আছে আমার মুন্নি, পলক, পালক শাবক হাজার
বলবে ওরা, দেশটা সেরা, -দেশ শান্তির মাজার

.
হঠাৎ কি যে হলো? — কেও তো কিছু বলো?  
রাজপথের ঐ বাজপাখিরা মাঝপথে কই গেলো!    
কইরে আমার নেতার খামার, গায়েব কেন ছবি?  
র‍্যাপের তালে, তেলে-ঝালে, জবাবটা দাও কবি

.........
হল ফেলে, দল ফেলে, বল ফেলে মাঠে
সবার আগে নেতা ভাগে, ফেলে দিয়ে বাটে

কোট আছে, বোট আছে, শুধু নাই নেতা
প্রিয় নেতা, যেন পিতা, - ডাহা মিছা কথা

ছলাবাজি, গলাবাজি, সবই আপা মেকি!
পাতি নেতা, অভিনেতা, আমড়ার ঢেঁকি

সিংহাসন, প্রশাসন, ভয়ে কাঁপে সব আসন
মন্ত্রী আছে মন্ত্র নাই, ফাঁকা বুলি। - প্রহসন!

আছি আছি, দুধে মাছি, কানামাছি খেলে
প্যাঁচাদের প্যাঁচে পরে, পচবেন আপা জেলে

প্যাঁচা থাকে ছয়ে নয়ে, সাতে পাঁচে নাই
খেঁচা দিতে, প্যাঁচা বলে, কলিজার ভাই

লাভ-আসলে, ফুলে ফুলে জমলো বহু সুদ
রাস্তা মাপা, ছাড়া আপা, নাই কোন ওষুধ।

---
হইছে শেষ? বললি বেশ — র‍্যাপার কবি থাম
বদলা যদি এবার না লই, বদলাইছ আমার নাম।

সেতুর কছম, কেতুর কছম, কছম প্রিয় রেলের
যাক এ ধুধু, বাঁচি শুধু, —  হিশেব নেবো তেলের

হিশেব নেবো বাটার জেলির,—করলি যারা মালিশ
মোদীর জোরে গদি বাঁচাই, করবো তোদের পালিশ

করবো পালিশ, করবো শালিস, ভাঙবো তোদের মাথা
নাম, গ্রাম, কাম ভুলবি সবই, -ভুলবি কে তোর পিতা।  

ডাকলি কতো আম্মু-আপা, জপলি কতো কালাম
দুষ্ট লোকের মিষ্টি কথার, —মায়রে আমার সালাম


হাইল্যান্ড পার্ক
২৬ জুলাই, ২০২৪