সমাজটা আজ ঘুমন্ত,
নিষ্ক্রিয় তাই পঞ্চেন্দ্রিয়।
নজরে পড়েনা নৈরাজ্য,
শ্রুতি-ঘ্রাণে ষড়রিপুর প্রভাব।
জবান প্রয়োগে নাই জিম্মাদারী,
আজ সৌহার্দ্য-সহমর্মিতার বড় অভাব।
------------------সমাজটা তাই ঘুমন্ত!!
সমাজটা আজ ঘুমন্ত,
মানবতা তাই নিমজ্জিত।
ধ্যানে-জ্ঞানে ধরেছে গাফিলতি,
জীবন-যাত্রায় অপসংস্কৃতির প্রভাব।
সম্পদ জোগাড়ে নাই বাচ-বিচার,
আজ ধর্মে-কর্মে আস্থার বড় অভাব।
-------------------সমাজটা তাই ঘুমন্ত!!
সমাজটা আজ ঘুমন্ত,
হুমকীতে তাই জীবন-সম্পদ।
ঘুণে খেয়েছে আমলনামা,
দেহ-মননে লেগেছে পাশ্চাত্যের প্রভাব।
দ্বীন-ধর্মে নাই কারো পূর্ণবিশ্বাস,
আজ তাজকিয়া-তাকওয়ার বড় অভাব।
-------------------সমাজটা তাই ঘুমন্ত!!