জনগণের কাঙ্খিত কার্ড, স্মার্ট কার্ড ,
বাঙালি বলে, দাবির কার্ড, স্মার্ট কার্ড।
নিজের পরিচিতি পাবার কার্ড, স্মার্ট কার্ড,
নির্ভরযোগ্য তথ্যের কার্ড, স্মার্ট কার্ড।
ডিজিটাল যুগের ডিজিটাল কার্ড, স্মার্ট কার্ড।
স্মার্ট কার্ডে পাবে তুমি তিন স্তরের নিরাপত্তা,
দৃশ্যমান, স্ক্যানিং আর ফরেনসিক সিস্টেম।
স্মার্ট কার্ড পেতে নিতে হবে তিন ধরনের পদক্ষেপ,
পুরাতনকে জমা, আঙুলের ছাপ আর আইরিশ স্ক্যানিং ।
স্মার্ট কার্ডে আছে দৃশ্যমান-অদৃশ্যমান হরেক রকম তথ্য,
আছে নাম বাংলা-ইংলিশ, জন্মতারিখ -নিবন্ধন নম্বর।
আরো আছে নিজ ছবি-স্বাক্ষর, পিতা-মাতার নাম,
বৈষম্য হয়েছে দূর, নারীর ক্ষেত্রে লেগেছে পিতার নামের সুর।
পলিমার দিয়ে তৈরি কার্ড হয়েছে মজবুত,
কার্ডে আছে সংযুক্ত চিপ, বত্রিশ ধরনের তথ্য সমৃদ্ধ।
যা মেশিনে পাঠ যোগ্য, সাথে দৃশ্যমান কিছু দৃশ্য,
সেবা পাবে বাইশ ধরনের, সব বাঁধা আজ মুক্ত।
ই-টিকেটিং, মোবাইল ব্যাংকিং, ওয়েব লগইন সেবা,
বিয়ে-তালাক,পার্সপোর্ট-লাইসেন্স, ক্রয়-বিক্রয় সেবা।
স্মার্ট কার্ডে হবে নির্ভর, সুযোগ থাকবে সবার,
আস্থা জন্মাবে মনে-প্রাণে, দেশ এগিয়ে যাবার।