চলে যাচ্ছে রমজান মাস,
কেন তাকিয়ে থাকিস আর।
ভেবে দেখ তুই বার বার,
এমন সুযোগ পাবি কি তুই আর।
চিন্তা-ভাবনার মাস,
জল্পনা-কল্পনার মাস।
রহমত-মাগফিরাতের মাস,
নাজাত হাসিলের মাস।
কেন তুই ভবঘুরের মত ঘুরে বেড়াচ্ছিস আর।
আজকের কাজ আগামীতে ফেলে,
কত অবহেলা করবি আর।
আজকে তুই পাড় করছিস অলস সময়,
পরে সেই সময় পাবি কি আর।
দোয়া কবুলের মাস,
মাফি চাওয়ার মাস।
ঈমান মজবুত করার মাস।
রিজিক হাসিলের মাস।
এক বছরে এমন সুযোগ পাবি কি বল আর।
জীবন চলে যাচ্ছে জমের বাড়ী,
ভেবে দেখ ছোট হতে পারবি কি আর।
সবার গন্তব্য কবরের দেশে,
জান্নাতের সামানা না নিয়ে পাড় পাবি কি তুই আর।
কোরআন নাযিলের মাস,
শয়তান তাড়াবার মাস।
আত্মশুদ্ধির মাস,
সওয়াব হাসিলের মাস।
এত কিছু পেয়েও কেন অন্ধকারে পড়ে থাকবি আর।
এমন সময় আসছে সামনে,
শরীর নিয়ে চলাই হবে দায়।
প্রচন্ড অনুশোচনায় কাঁদবি তখন,
ফেলে আসা দিন গুলোতে করিস নি কোন পূণ্যের কামাই।
হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস।
হে আল্লাহ, জীবনটাকে নতুন করে চলবার,
সুযোগ করে দেওনা খোদা তুমি একবার।
সুযোগ আর পাবিনা তুই,
আফসোস করে জীবনটাকে নিয়ে যাবি,
আখিরাতের কাঠগড়া তে এবার...........................।।