উদয় থেকে শুরু অস্তে গিয়ে শেষ,
সূর্য থেকে শুরু চন্দ্রে গিয়ে শেষ,
আলো দিয়ে শুরু অন্ধকারেই শেষ,
সকাল মানেই শুরু সন্ধ্যা হলেই শেষ,
দিন মানেই শুরু রাত হলেই শেষ,
---------চলছে দেখ একঘেয়েমি।
শিশু কিংবা বৃদ্ধ, মূর্খ কিংবা বিদ্বান,
পাত্র কিংবা পত্রী, রাস্তা কিংবা যাত্রী,
মসজিদ নয়তো মন্দির, কলেজ নয়তো মাদ্রাসা,
ন্যায় কিংবা অন্যায়, আদালত কিংবা ময়দান,
অলস কিংবা কর্মঠ, স্বপ্ন কিংবা বাস্তব,
---------চলছে দেখ একঘেয়েমি।