কঙ্কালসার শ্রমজীবীদের আজ দিতে হবে হুঙ্কার,
যে হুঙ্কারে পেয়েছে দিবস-ঘণ্টা,
দাবানলের মুখে জীবন দিয়ে, হয়েছিল পরপার।
মানা হচ্ছে না দেওয়া প্রবিধান,
যেখানে সেখানে হয় অপমান,
নামে পেয়েছে কর্মঘন্টা, কর্মে তা মেলা ভীষণ দায়।
দাবি আদায়ের দিবস পেয়েছে,
দাবির কথা কে শুনে হায়!
বেকার হচ্ছে শ্রমজীবীরা, অনাহারে- অর্ধাহারে করছে জীবন পার।
করোনা প্রকোপে বন্ধ জীবিকা,
মালিক পক্ষ বুঝেও বুঝে না,
আন্দোলনে মিসাইল চলে, জীবন পড়েছে দু-টানায়।
শ্রমিকের জন্য উন্নত বিশ্ব,
তারাই আজ হচ্ছে নিঃস্ব,
সংসারের চাকা ঘুরাতে গিয়ে, পড়ছে ঋণের চাপায়।
উন্নয়নের চাকা সচল রাখতে,
জীবন দিয়ে এগিয়ে শ্রমযোদ্ধারাই,
শ্রমই প্রকৃত শক্তি, তাই শ্রমিকদের সঠিক মাইনে চাই।