আমি দেখেছি এই রমজান মাসেতে,
ঝগড়া হচ্ছে বেশী।
যে সময়ে মানুষের, নমনীয় থাকার কথা,
সে সময়ে মানুষ, হারিয়েছে নিজের আস্তিত্তের কথা।
আমি দেখেছি এই রমজান মাসেতে,
কোলাহল হচ্ছে বেশী।
যে সময়ে মানুষের, ধৈর্য ধরার কথা,
সে সময়ে মানুষ, বলে বেড়াচ্ছে নানান জাতীয় কথা।
আমি দেখেছি এই রমজান মাসেতে,
মারা মারি হচ্ছে বেশী।
যে সময়ে মানুষের, ইয়া নফসি-ইয়া নফসি করার কথা,
সে সময়ে মানুষ, লিপ্ত হচ্ছে শক্তির পরীক্ষাতে।
আমি দেখেছি এই রমজান মাসেতে,
মানুষ কিভাবে মানুষের প্রতি হয় আজরাইল।
সাধারনত কিভাবে ভাড়া নিয়ে খেপেছে,
আসহায় রিকশাওয়ালার প্রতি।
আমি দেখেছি এই রমজান মাসেতে,
অসহায় লোকের কান্না সিক্ত জল।
রোজা রেখেও ঐ দাড়িওয়ালা লোক, ভাবেনি একবারও,
রিকশাওয়ালাও রোজা রেখেছে, তবুও তাকে দিতে হয়েছে রক্ত পরা জল।
আমি দেখেছি এই রমজান মাসেতে,
খারাপ ব্যবহার করছে অনেক বেশী।
যেখানে ইফতারি সামনে রেখে দোয়া পরার কথা,
সেই সময়ে বলে বেড়াচ্ছে নানান অশালীন কথাবার্তা।
আমাদের থেকে কত ভাল,
দেখ প্রাণী জগতের দিকে।
তারাও কিন্তু রোজা রাখছে,
নেই কোন হানাহানি-বিদ্বেষ।
এই যদি হয় আমাদের আগামী দিনের শিক্ষা,
বল কেমনে রহমত আসবে?
খোদা তায়ালার কাছে, একটাই চাওয়া,
হেদায়াত কর মোদের, দাও সঠিক দ্বীনের দীক্ষা।