দিনের মধ্যে আমি রাতকে খুঁজি,
স্তব্ধ জানালায় আমি কষ্টকে খুঁজি,
ঘরের ভিতরে আমি কবরকে খুঁজি,
ক্রোধের অবস্থানে আমি স্বস্তিকে খুঁজি,
কুৎসিত বর্ণের মাঝে আমি লাবণ্যকে খুঁজি,
প্রকৃতির রূপ বৈচিত্রে আমি অবিনশ্বরকে খুঁজি,

আমার মাঝে আমি নিজেকে খুঁজি,
যৌবণে এসে আমি শিশুকাল খুঁজি,
বার্ধক্যে এসে আমি যৌবণকে খুঁজি,
মৃত্তিকার মাঝে আমি নিজেকে খুঁজি,

স্রষ্টার সৃষ্টি সবই তাই প্রকৃতির নিয়মেই চোখ বুঝি।