১.
ঈদ
ঈদ মানে আনন্দ,
ঈদ মানেই খুশি,
এই ঈদে সেই আনন্দ-খুশি, সবার মাঝে বিলিয়ে দাও বেশি বেশি।
২.
মুসলমান
মুসলমান মানে আস্থার জায়গা,
মুসলমান মানেই সহ্য-ধৈর্য্য থাকবে সবার মনে।
এই ঈদে তবেই দিবেন খোদা রহমত, মাগফিরাত ও নাজাত দানের আদেশ।
৩.
ইসলাম
ইসলাম মানে শান্তি,
ইসলাম মানেই মুক্তি।
এই ঈদে দান-সদকা, ফিতরা-যাকাতে থাকে সবার জন্যই নতুন সুখ প্রাপ্তি।
৪.
ঈদগাহ
ঈদগাহ মানে ঈদ সমাগম,
ঈদগাহ মানেই মুসলমানের মিলন মেলায় লাগছে বেশ,
এই ঈদে ছোট-বড়, ধনী-গরীব নাই কারো রেশ, ঐক্য গঠনে এটাই হলো মহাসমাবেশ।
৫.
সেতুবন্ধন
সেতুবন্ধন মানে একত্রীকরণ,
সেতুবন্ধন মানেই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের মিলবন্ধন,
এই ঈদে কোলাকুলি, ছোটদের ঈদ সেলামী, এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ।
৬.
শিক্ষা
শিক্ষা মানে সুপ্ত প্রতিভা,
শিক্ষা মানেই জীবন পরিচালনার সর্বোচ্চ হাতিয়ার,
এই ঈদ যেন আমাদের হিংসা-বিদ্বেষ ভুলিয়ে আত্মত্যাগের মনোভাব নিয়ে, ফিরে আসে বারেবার।