শুনো সেই আযানের সুর,
যে সুরেতে সৃষ্টি হল সকাল, সন্ধ্যা, ভোর,
এই সুরেতে ভেসে আসছে নামাজের সময় নেইতো দূর।

আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ডাকছে,
মুয়াজ্জিনের সুর, সে যে আযানেরই সুর,
মহানবীর আগমনে পেলাম জাদুগরি সেই সুর।

বেলালের ঐ আযান শুনে,
নামাজেতে হইত সবাই মশগুল,
পেতাম যদি এমন সুর, বল জান্নাত পেতে কত দূর।

দেখ কেমন আযানের সুর,
আযানের ঐ ধ্বনির জোড়ে,
গৌর-গোবিন্দের প্রাসাদ হইল ভেঙ্গে চুর চুর।

শুরু মোদের আযান দিয়ে,
নামাজ দিয়ে শেষ, কবরেও বাঁচাবে তোমায়,
ঐ আযানেরই সুর, শুনো আযানের সুর কতনা সুমধুর।


প্রকাশকাল : ০৬ই জুন ২০১৪ খ্রিঃ।
https://www.facebook.com/sabber.ahmed/posts/10202248645711265