বছরটা ঘুরে এলেই, আসে এমন মাস,,
সারা বছরের পাপ-তাপ, করতে পারো বিনাশ।
শাবানের ঐ মাসের পরে, আসে সেই মাস,,
চাঁদের দিকে তাকিয়ে থেকে, খুঁজি সেই মাস।
-------------------------সে যে মাহে রমজান!!
পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ, আমাদের ধৈর্যের,,
পাশ হলে পেতে পারি, জান্নাতে প্রবেশের আদেশ।
খুশির বার্তা সঙ্গে নিয়ে, আসে এমন একটি মাস,,
বার্তা শুনে মুসলিম উম্মাহের, মন করে আন-চান।
-------------------------সে যে মাহে রমজান!!
সবাই মিলে এক কাতারে, তারাবির নামাজ পড়ে,,
দুনিয়া-দারি ভুলে গিয়ে, মনো নিবেশ করি আল্লাহর পথে।
মধ্যরাতে সেহেরী খেয়ে, সিয়াম সাধনা ধৈর্য্য ধরে,
সারা দিন রাখবে রোজা, পালন করে আল্লাহর আদেশ।
-------------------------এর ই নাম মাহে রমজান!!
সন্ধ্যে বেলা মিলিত হয়ে, ধৈর্য ধরে আজান শুনে,
আযান মেনে ইফতার করে, মন থেকে দূর হয়ে যায় সকল ভেদাভেদ।
খাবারের কোন হিসেব নেই, হালাল খাব সব কিছুতেই,,
অপচয়ের নিষেধ আছে, নিষেধ দিছেন আল্লাহ নিজেই।
-----------------------------এর ই নাম মাহে রমজান!!
এই মাসে যে বন্ধ হয়, জাহান্নামের আজাব,,
কবরবাসী চেয়ে থাকে, মাফি পেতে আল্লাহর।
দোয়া যদি করেন হৃদয় থেকে, চাওয়া-পাওয়া পূরণ হবে,,
মাফি পাবে গোনাহ থেকে, পথ চলিলে সঠিক পথে।
--------------------------তাকেই বলে মাহে রমজান!!
আল্লাহ তায়ালা চেয়ে থাকে, ডেকে বলে ফেরেশতাদেরকে,,
দেখ আমার বান্দাদেরকে, সিয়াম করে খুশী করেছে আমাকে।
জানিয়ে দাও বান্দাদেরকে, মাফি দিয়েছি আমি তাদেরকে,,
সামনের দিনের পথ চলাতে, যায় না জেন ভুল পথে।
--------------------------তাকেই বলে মাহে রমজান!!
এই মাসের মত মাস, যদি পেতাম সারা মাস,,
ধুয়ে-মুছে করিতাম সাফ, মজবুত করিতাম সুপ্ত ঈমান।
কাকুতি মোর কবুল কর, রোযা মোর সফল কর,,
সকল গুনাহ মাফ কর, পথ চালাও তোমার পথে এবার।
----------------------------------এই মিনতি আমার!!
জানিনা পাব কিনা..............এই অলৌকিক মাস ফিরে ফিরে আবার।।