তার শেষ কথা  ছিলো,
কে বলেছিলো আমায় ভালোবাসতে?
আমি তো তোমায় ভালোবাসি নাই!
আমি বেঈমান, প্রতারক হয়ে থাকবো,
তবুও তোমারে কভূ নাহি ভালোবাসবো।

আমি শুধু বলেছি-
মহা অন্যায় করিয়াছি ভালোবেসে
আর কভূ ভালোবাসার কথা কব না
কভূ আর তোমার ছায়াও মাড়াবো না
আজ থেকে আল বিদা, আল বিদা!