জোর করে ভালোবাসা হয় না
তাই তো তারে ভূলতে বাধ্য হলাম
জোর করে কাউকে পাওয়া যায় না
তাই তো তারে ছেড়ে দিলাম।
দিলাম তারে মুক্তকরে -
নেই কোন অভিযোগ কিংবা অভিমান
মিছে মায়ায় পড়ে সয়েছি হাজারো অপমান
তবু পেলাম না তার মন, আমি ব্যর্থ হলাম।
শত চেষ্টা করে বুঝাতে পারি নাই
সে সব বুঝেও বুঝতে পারেনি আমায়
তার হাত থাকুক না হয় অন্যের হাতে
আমি না হয় ডুবে থাকি কষ্টেরই মাঝে।
সে তো এমনই একজন
যাকে ভূলার সাধ্য নাই আমার
ভাগ্যও নাই আপন করে পাবার
যাক, ভূলেই যাবো অবহেলায় তার।
তাকে বলে দিয়েছি বার্তা যোগে
বিরক্ত আর কবু করবো না তাকে
ভেঙে যাক না হয় কবির আশা
অপূর্ণ থাকুক না হয় সত্য ভালোবাসা।
আমি কবু তাকে চাইবো না আর
সেই চাইলেও পারবে না হতে আমার
আমি সব ভালোবাসা কবর দিয়ে দেবো
হৃদয় থেকে তার নামটাই মুছে দেবো।
ভালো থাকুক সে -
তার প্রিয় মানুষটার সাথে
আমি তার কেউ ছিলামও না
আর তার কেউ হবার আশাও জাগবে না।