কেউ একজন আসবে
দগ্ধ হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করতে!
কেউ আসবে কবিরে ভালোবাসা দিতে।
প্রিয় হারানোর ক্ষত বিক্ষত মনকে সান্ত্বনা দিতে কেউ একজন আসবেই, আসবে!
তার আগমনটা চির সত্য,
বিধাতার হাতে আকা মিলন
এ মিলন কেউ থামাতে পারবে না
সে যে কবির বাম পাজরের হাড়।
যাকে নিয়ে কবি কবিতা লিখবে
মুছে দিবে অতীতের সব ছন্দ - উপমা
কবিতায়ও ছন্দপতন ঘটবে, গল্পের চরিত্র হবে নতুন কোন একজন!
সে কবিকেই চাইবে -
কবিই হবে তার জীবনের মানে
কবি ছাড়া সে কিছুই বুঝতে চাইবে না,
মহাকালের অপেক্ষা শেষে সে আসবেই!