সে ভূলে গিয়েছে, আমি কেন পারিনি
সে কাদে নি কবু তবে আমি কেন হাসি নি
সে কবু আমার হবে না তবু কেন ভূলিনি
এত ভালোবাসার পরেও সে কেন বাসেনি?
আমার একটি প্রশ্ন ছিলো তার কাছে
তবু প্রশ্নটা করার সাহসও পাই নি
তার বরের পাশে তোলা সেই ছবিটা
আজও দ্রোহের অনলে পুড়ায় আমার মনটা।
কবু ভাবতে পারিনি সে অন্যের বধু হবে
ভাবিনি বলার আগে প্রেম, শেষ হয়ে যাবে সোনালি ঘড়ি পরা হাত, অন্যের হাতের পরে
আমি মাতাল হয়ে ছন্দ উড়াই নেশার ঘোরে।
কেন বুঝিনা সে আজ অন্যের হয়ে গেছে
সেই কল্যাণী মোর আসবে না আর ফিরে
যদি ভাগ্যের ছোঁয়ায় কবু দেখা হয়ে যায়
নিশ্চিত হয়েই বল্লাম - সে চিনবে না আমায়।
তার মনের মাঝে কবু ছিলাম না আমি
তারে ভালোবাসি কত জানি শুধু আমি
ভালোবাসা প্রিয় দুর থেকেই সুন্দর হয়
যে ভালোবাসা শুধুই একতরফা হয়।
কবু কবির মৃত্যু হলে, দেখতে এসো প্রিয় লাশেরর উপর না হয় একটা গোলাপ দিও
যে কথাটা কোনদিন তুমি বল নাই মোরে
লাশের কানে বলো- ভালোবাসি তোরে।
তার জন্যেই যদি থাকে সংসার ভাঙ্গার ভয়
তবু না এলেও হবে - কবি তোর কি হয়
যদি কেউ কখনো কোন কথা কয়
তবে বলে দিও- কবি আমার কেউ নয়।
তোমাকে লেখা চিরকুটগুলো সযত্নে রাখিও
যদি কোন কালে, কেউ জিজ্ঞাসে তোমারে
কেউ কখনো তোমাকে ভালোবাসছিলো
তাদেরকে শুনিও না হয় আমার গল্পটা।
কোন ইচ্ছে হয়নি পূরণ - এই জগতের মাঝে
তোমার অপেক্ষায় ছিলাম কত সকাল-সাঝে
তোমার রাজার শেষ ইচ্ছেটা পূরণ করিও
কোন একদিন সংগোপনে ভালোবাসিও।।