কবিতার ছন্দ বায়না ধরেছে
তোর কথা আর লিখবে না
দ্রোহের অনলে পুড়ছে স্মৃতি
তোর কথা আর ভাববো না।

সময় তোকে বলে দিবে
কতটা আমি তোর ছিলাম
অপমানের বদৌলতে
ভালোবাসাই ছেড়ে দিলাম।

যার কারণে এতই ঘৃণা
সেকি আদৌ তোর আপন
হায়রে বোকা স্বার্থান্বেষী
জেগে জেগেই দেখ স্বপন।

প্রতারিত হওয়ার পরে
বলবি কেদে ভূল ছিলি
আসল নকল চিনলি নারে
আপন মানুষ ছেড়ে দিলি।

স্তব্ধ হৃদয় ভাবছে আজি
কঠিন কেন তোর হৃদয়
এত ভালোবাসলাম আমি
তারপরেও করলি পর।