হৃদয়ে রক্তক্ষরণ,
জেদ থেকে জন্ম ক্ষোভ আর ঘৃণা
যে ঘৃণা হয়তো বা কভূ আর শেষ হয় না।

দেয়ালে পিঠ ঠেকে গেলে,
শান্তশিষ্ট ছেলেটাও অশান্ত হয়ে উঠে
মরিয়া হয়ে উঠে জীবন রক্ষার সংগ্রামে।

কিছু কথা কিছু কাজ
পইপই করে মনে রাখা হয়,
হিসাবের ডায়েরিতে সব জমা হয়।

আজ তোমার কাল আমার,
এই তো দুনিয়ার অতিপরিচিত রীতি
ঘৃণার অনলে পুড়ে যাক সব বন্ধন-পিরিতি।

আমার কথা হয়তো,
মনে হয় তোমার রুপকথার কোনো গদ্য
আমার কথাই হয়তো নির্ভূল এক উপপাদ্য।

আমি রুখে দাড়ানোর,
আকাঙ্খার মাঝে নিজেকে ডুবিয়ে রাখি
তুমি ভাবো জীবন বোধহয় দিল মরে ফাকি।

যারে ভালোবাসা যায়,
তারে প্রয়োজনে ঘৃণাও করতে হয়
সব কিছু তো আর পৃথিবীতে চিরস্থায়ী নয়।

আকাশের রং বদলেছে,  
সময় এসেছে প্রতিশোধ আর ঘৃণার
আরেক ফাগুনে কথা ছিল তোমাকে পাবার।

সব ফিরে পাবার সময় আসবে,
তোমায় সব ফিরিয়ে দেবো সুক্ষ হিসাবে
পৈশাচিক আনন্দের আমেজে সব ফিরিয়ে দেবো তোমাকে।