অতীত এসে উকি মারছে কবির মনে
মনে পড়ছে হারানো কিশোরীকে সন্ধ্যা হতে
কত কৌশল আর ফন্দি আটছে কবিমন
যদি কথা হয় প্রিয় বালিকার সনে কিছুক্ষণ!

লাভ নাই, লাভ নাই কবি !
তোমারে তো আর তার মনে নাই
মনে রাখে নাই সে তোমারে যতন করিয়া
কেমনে তোমার ডাকে সে দিতে যাবে সাড়া?

একদা রাত্রি ছিলো সে তোমারে স্মরিত
যতন করিয়া তোমারে সে বার্তা পাঠাইত
এখন কি আর সেই আগেকার দিন আছে
প্রিয়তমা তোমার, অন্যের বউ হয়ে গেসে।

তুমি কি চাও কবি তোমার সামান্য ভূলে
তোমার প্রিয়ার সংসারে অশান্তি আসুক
না, না, আমি কভূ চাইনি তা ! আমি চাই -
আমার প্রিয়তমা রাজকন্যা ভালো থাকুক।

রোজ মোর প্রিয়ার সংসারে আসুক নেমে
এক মহা স্বর্গীয় সুখ, অসীম সুখ নামুক
আমি এখনো তো তাহারে ভালোবাসি
তাহার সুখেই তো কবির সকল সুখ।